“ উত্তর ভারতের অধিকাংশ যখন মুসলমানদের করতলগত , মধ্য গাঙ্গেয়
প্রদেশ ( বর্তমান উত্তর প্রদেশ)ও বিহারে তখন সম্পূর্ন নৈরাজ্য এবং বাংলার
রাষ্ট্র ও সমাজ ভেদবুদ্ধির দ্বারা আচ্ছন্ন। বাংলার রাজা ও রাজ-সভাসদগণের
চরিত্রে আত্নবিশ্বাসের অভাব, ধর্ম ও সমাজ উদ্দাম বিলাস-লীলায় মগ্ন,
জনসাধারণ আতঙ্কগ্রস্ত ও পলায়নপর, উপদেষ্টা ও মন্ত্রিমণ্ডল পরাজয়ী
মনোবৃত্তি দ্বারা আচ্ছন্ন, জ্যোতিষ রাষ্ট্রবুদ্ধির নিয়ামক - এই অবস্হায়
সৈন্যদলের প্রতিরোধ- প্রচেষ্টা কখনই শক্তিশালী ও কার্যকর হইতে
পারেনা। মিনহাজের বিবরণ পাঠে অনুমিত হয়, ইখতিয়ারউদ্দীন যে বিনা
বাধায় বিহার ও বঙ্গের একাংশ জয় করিয়াছিলেন তাহাও এই কারণেই।
লক্ষণসেনের রাষ্ট্র ও রাষ্ট্রযন্ত্র নানা রাষ্ট্রীয় ও সামাজিক কারণে অভ্যন্তর
হইতেই দুর্বল হইয়া পড়িয়াছিল। ”