© 2006 Profile of Bengal

Profile of Bengal
Home.History.Liberation War.Ecology.Current Affairs.Events.Contact Us.
বাঙ্গালীর ইতিহাস - নীহাররঞ্জন রায়
“একদা রবীন্দ্রনাথ ভারত তীর্থকে অগনিত জাতির মিলনক্ষেত্র
কল্পনা করিয়া বলিয়াছিলেন -
 
কেহ নাহি জানে, কার আহ্বানে কত মানুষের ধারা,
দুর্বার স্রোতে এল কোথা হতে সমুদ্রে হল হারা।

ভারততীর্থের অন্যতম প্রান্তিক দেশ  বঙ্গভূমি সম্বন্ধেও এ কথা সমান
প্রযোজ্য।   গঙ্গা-  ক রতোয়া-ৌহিত্যবিধৌত,  সাগর-পর্বত,  রাঢ়-পুন্ড্র-       বঙ্গ
- সমতট এই চতুর্জনপদসম্বন্ধ            বাঙলাদেশে   প্রাচিনতম কাল হইতে আরম্ভ
করিয়া তুর্কী অভ্যুদয় পর্যন্ত কত বিভিন্ন জন, কত বিচিত্র র্ত ও
সংস্কৃতির ধারা বহন করিয়া আনিয়াছে তাহার সঠিক হিসাব রাখে নাই।
সজাগ চিত্তের ও  ক্রিয়াশীল মননের রচিত কোনও ইতিহাসে তাহার সঠিক
হিসাব নাই এ কথা সত্য, কিন্তু মানুষ  তাহার রক্ত ও দেহগঠনে, ভাষায় ও
সভ্যতার বাস্তব উপাদানে এবং মানসিক সংস্কৃতিতে তাহা গোপন করিতে
পারে নাই। সকলের উপর এই বিচিত্র   র্ত ও  সংস্কৃতির  ধারা তাহার প্রছ্ছন্ন
ইঙ্গিত রাখিয়া গিয়াছে বাঙালীর প্রাচীন সমাজবিন্যাসের মধ্যে।  রাষ্ট্রীয়
ইতিহাসে সে ইঙ্গিত কিছুতেই ধরা পড়িবার  কথা নয়।”
পঞ্চদশ অধ্যায়
ইতিহাসের ইঙ্গিত
( PDF )
১
২
৩
৪
৫
৮
৬
৭
৯
১০